ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে নির্বাচন চলাকালে কিছু অনিয়ম ও অসঙ্গতি নিয়ে অভিযোগ তুলেছেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এটি গণতান্ত্রিক চর্চারই অংশ। যেহেতু বহুদিন পর এই নির্বাচন হয়েছে, তাই কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে।’
ডাকসু নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না ? এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বড় রাজনৈতিক দলের ব্যানারে অনেক ডাকসু বিজয়ী জাতীয় সংসদে স্থান করে নিয়েছেন। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী এখনো সংসদে প্রবেশ করতে পারেননি।’
বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদকে উৎসাহিত করে এমন ছাত্র রাজনীতিকে কেউ সমর্থন করে না।
ছাত্র রাজনীতির প্রয়োজন আছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সামাজিক ও রাষ্ট্রীয় যে পরিবর্তন হয়েছে সেগুলো ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদের মাধ্যমেই হয়েছে।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে