Views Bangladesh Logo

নির্বাচন পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি দূর করতে সংলাপের আহ্বান সালাহউদ্দিনের

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচন পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করার অভিযোগ করেছেন। তিনি সব সন্দেহ দূর করতে খোলাখুলি আলোচনার আহ্বান জানিয়ে একতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সালাহউদ্দিন সব দলকে একত্রিত হয়ে সংলাপের মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝি দূর করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। যদি কোনো সন্দেহ থাকে, আসুন তা খোলাখুলি আলোচনা করি। একতা ভাঙা যাবে না, আর দ্বিধা-দ্বন্দ্ব সংলাপের মাধ্যমে দূর করতে হবে।’

তিনি আরও আশ্বাস দেন যে, ভবিষ্যতে জোরপূর্বক নিখোঁজ হওয়া প্রতিরোধে বিএনপি সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং কোনো নাগরিককে এমন ঘটনার ন্যায়বিচারের দাবিতে সড়কে নামতে হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ