সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, বিশ্বকাপ দলে থাকছেন আশরাফুলও
আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছুদিনের বিশ্রামে রয়েছে বাংলাদেশ দল। বিপিএল শুরু হওয়া পর্যন্ত কোনো খেলা নেই এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচও নেই।
এ সময় শোনা যাচ্ছিল, টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকছেন কি না মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল। কারণ গত মাসে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। তবে বিসিবি তা গ্রহণ করেনি। অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া আশরাফুলকে নিয়েও ছিল অনিশ্চয়তা।
তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানিয়েছেন—টি–টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন সালাউদ্দিন ও আশরাফুল দুজনই। কোচিং স্টাফের কারও পদে কোনো পরিবর্তন হচ্ছে না।
গত ৪ নভেম্বর গুঞ্জন উঠেছিল, সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়বেন। তবে তিনি থাকছেন, এবং সব ঠিক থাকলে ২০২৭ সাল পর্যন্ত তাঁর চুক্তি বহাল থাকবে।
ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সালাউদ্দিন ২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেন। এর আগে ২০০৬–২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলে সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন এবং পরে ২০১০–১১ সালে ছিলেন বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে