Views Bangladesh Logo

পিএফএ’র তৃতীয়বার বর্ষসেরা খেলোয়াড় হয়ে রেকর্ড গড়লেন সালাহ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। অলরেডসদের এ সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। লিগে ২৯ গোলের পাশাপাশি ১৮ গোলে সহায়তা করেছেন তিনি। এমন অসাধারণ পারফরম্যান্সে রেকর্ড গড়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ম্যানচেস্টারে অনুষ্ঠিত পিএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালাহকে বর্ষসেরার ট্রফি দেয়া হয়। এর মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি, মার্ক হিউজ, অ্যালেন শিয়েরার, কেভিন ডি ব্রুইনা ও গ্যারেথ বেলকে ছাড়িয়ে গেলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এদের প্রত্যেকেই দুইবার করে জিতেছিলেন এ পুরস্কার।

২০১৮ সালে প্রথমবার পিএফএ বর্ষসেরা হয়েছিলেন সালাহ। এরপর ২০২২ সালে দ্বিতীয়বার এ সম্মান পান তিনি। এবার তৃতীয়বার জিতে ইতিহাস গড়লেন লিভারপুলের এই ফরোয়ার্ড।

পিএফএ’র বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছে লিভারপুলের চার ফুটবলার—সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এই প্রথমবার ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় একাদশে জায়গা পায়নি। গত মৌসুমটা যে ভীষণ হতাশাজনক কেটেছে পেপ গার্দিওলার দলের জন্য, তা স্পষ্ট হয়েছে এই তালিকায়ও।

নারী ফুটবলে পিএফএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানারদের হয়ে প্রথম মৌসুমেই ১৯ গোল করেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও, যেখানে ফাইনালে হারিয়েছেন নিজের সাবেক ক্লাব বার্সেলোনাকে। স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুললেও শিরোপা হাতছাড়া হয় ইংল্যান্ডের কাছে।

পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার তরুণ মিডফিল্ডার মর্গান রজার্স পেয়েছেন বর্ষসেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি। ২৩ বছর বয়সী এ ইংলিশ মিডফিল্ডার গত মৌসুমে ভিলার হয়ে ৫৪ ম্যাচে ১৪ গোল করেছেন।

অন্যদিকে নারী ফুটবলে বর্ষসেরা উদীয়মান হয়েছেন আর্সেনালের কানাডিয়ান স্ট্রাইকার অলিভিয়া স্মিথ। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড দলবদলে বিশ্বরেকর্ড গড়ে লিভারপুল ছেড়ে যোগ দেন আর্সেনালে। প্রথম মৌসুমেই ২০ ম্যাচে করেন ৭ গোল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ