ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে পলাতক আসামি হিসেবে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এদিন প্রসিকিউশন জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জও দাখিল করে। এর আগে বুধবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান প্রসিকিউটর তামিম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে