Views Bangladesh Logo

খালেদা জিয়ার মৃত্যুতে সজীব ওয়াজেদ জয়ের শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

মঙ্গরবার এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে—যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে—তখন বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের উত্তরণের পথে গভীর প্রভাব ফেলবে।

শোকবার্তায় সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেন, অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হলেও দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় তাঁর মৃত্যু একটি বড় ধাক্কা। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। এর আগে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে ওঠেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। বহু বছর ধরেই খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ