ছাদখোলা বাসে সংবর্ধনা পাবে সাফজয়ী নারী ফুটসাল দল
প্রথমবারের মতো অনুষ্ঠিত নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অভিষেক আসরেই শিরোপা জিতেছে বাংলাদেশের নারী দল। সাবিনা খাতুনের নেতৃত্বে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিরোপা নিয়ে দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল। সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফেরার পর সাফজয়ী নারী ফুটসাল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের হাতিরঝিলে নিয়ে যাওয়া হবে। রাতে সেখানেই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসিপশন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। আনুষ্ঠানিকতা শেষে জলসিঁড়িতে নৈশভোজের আয়োজন করা হয়েছে। এরপর গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন চ্যাম্পিয়ন ফুটসালাররা।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দল ৬ ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত করে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ভুটান রানার্সআপ হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে