সাফ অনূর্ধ্ব-১৭: প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল আজ নেপালের বিপক্ষে ৪-১ গোলে জিতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে। এই জয়ে বড় অবদান রেখেছেন সৌরভী আকন্দ প্রীতি, যিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। থুইনুই মারমাও দলের পক্ষে একটি গুরুত্বপূর্ণ গোল করেছেন।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা নেপালের উপর চাপ সৃষ্টি করতে থাকে। প্রথম সাফল্য আসে ৩৮ মিনিটে, যখন থুইনুই মারমা তার গতি দিয়ে নেপালের তিন খেলোয়াড়কে পেছনে ফেলে প্রথম গোলটি করেন। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, ৪৫ মিনিটে বক্সের বাম প্রান্ত থেকে দারুণ এক শটে দলের দ্বিতীয় গোলটি করেন সৌরভী। তবে বিরতির ঠিক আগে, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে একটি গোল শোধ করেন।
বিরতির পর বাংলাদেশ আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭১ মিনিটে একটি কর্নার থেকে বল পেয়ে সৌরভী তার দ্বিতীয় গোলটি করেন। এরপর ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে তিনি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন, যা বাংলাদেশের জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে বাংলাদেশ পয়েন্ট তালিকায় ভারতের সমান ৯ পয়েন্ট অর্জন করেছে। যদিও ভারত এখনো এক ম্যাচ কম খেলেছে এবং গোল ব্যবধানে অনেক এগিয়ে আছে। বাংলাদেশের গোল ব্যবধান +৬, যেখানে ভারতের +১৭। আজ সন্ধ্যায় ভুটানের বিপক্ষে ভারতের ম্যাচ রয়েছে, যা এই চ্যাম্পিয়নশিপের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে