জামিনে মুক্ত হয়ে স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন সেই সাদ্দাম
স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর হাইকোর্টের আদেশে যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম।
জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আসিফ উদ্দীন।
সাদ্দামের ভাই শহিদুল ইসলাম বলেন, ‘সাদ্দাম সন্ধ্যায় বাড়ি পৌঁছানোর পর তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেছেন। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।’
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়িতে ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমকে হত্যার পর আত্মহত্যা করেন তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী।
পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যান স্বজনরা। কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলগেটের ভেতরে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেয়া হয়।
সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে জেলগেটে মরদেহ দেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে হাইকোর্ট তাকে জামিন দেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে