Views Bangladesh Logo

জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ছাত্রলীগের সেই সাদ্দামের

বাগেরহাটের জেলারের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন জামিনে মুক্তি পাওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দেওয়া ওই বক্তব্যে সাদ্দাম বলেন, বাগেরহাটে থাকতে হলে জেলার তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। তিনি আরও দাবি করেন, কারাগারে যাওয়ার পর থেকে সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার পরিবারের খোঁজখবর রেখেছেন এবং পিসির টাকা, জামিনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।

সাদ্দাম ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর ২০২৪ সালের ৬ এপ্রিল আদালতের নির্দেশে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। পরে ২০২৫ সালের ২২ জুলাই তাকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পরই তিনি বাগেরহাটের জেলারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আনেন।

তবে কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সাদ্দাম শুরু থেকেই কারাগারে আক্রমণাত্মক আচরণ করতেন। বিভিন্নজনকে গালাগাল ও মারধরের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। নিরাপত্তাজনিত কারণে তাকে সেলে রাখা হয়েছিল, যা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়।

এ বিষয়ে বাগেরহাট জেলা কারাগারের জেলার খোন্দকার মো. আল-মামুন বলেন, আচরণগত সমস্যার কারণেই সাদ্দামকে যশোরে পাঠানো হয়েছিল। এখানে অন্য কোনো ঘটনা নেই। তিনি আরও বলেন, জেলার ইচ্ছামতো কাউকে এক কারাগার থেকে অন্য কারাগারে পাঠানোর সুযোগ নেই এবং এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, এর আগে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও ৯ মাসের শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় তাকে প্যারোলে মুক্তি না দেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। স্ত্রী-সন্তানের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে এনে তিনি জেলগেটেই শেষবিদায় জানান, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ