আইডব্লিউএ কাউন্সিলের সদস্য বাংলাদেশের সাবরিনা
ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন (IWA)-এর সেন্ট্রাল স্ট্র্যাটেজিক কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবরিনা রশিদ সেঁওতি। তিনি টেট্রা নামে পানি বিষয়ক এক সংগঠনের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক।
গত ৩১ অক্টোবর লন্ডনে এক অনুষ্ঠানে সাবরিনা রশিদকে ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের স্ট্র্যাটেজিক কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী স্বীকৃত একটি নেটওয়ার্ক। সেখানে ১৩০টিরও বেশি দেশের পানি বিষয়ক পেশাজীবীরা একসঙ্গে কাজ করছেন। তাদের লক্ষ্য উদ্ভাবন, বিজ্ঞান এবং নীতিনির্ধারণের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা গঠন।
ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের স্ট্র্যাটেজিক কাউন্সিল হলো অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য দীর্ঘমেয়াদী বিষয়, পরিকল্পনা, কার্যক্রম ও প্রোগ্রাম বিষয়ে গভর্নিং অ্যাসেম্বলি, বোর্ড অব ডিরেক্টরস এবং এক্সিকিউটিভ ডিরেক্টরকে পরামর্শ দেওয়া। সেই সঙ্গে অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্পেশালিস্ট গ্রুপ, টাস্ক গ্রুপ, টাস্ক ফোর্স, ক্লাস্টার এবং অন্যান্য ওয়ার্কিং গ্রুপগুলোর কার্যক্রমের সমন্বয় সাধনে সহায়তা করা।
সাবরিনা রশিদ সেঁওতি বলেন, ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল স্ট্র্যাটেজিক কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হওয়াটা আমার কাজের গতি আরও বাড়িয়ে দেবে। আমাদের চেষ্টা ও লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক স্থিতিশীল এবং টেকসই পরিবেশ গড়ে তোলা।
এ বিষয়ে ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশনের বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন ভিউজ বাংলাদেশকে বলেন, সাবরিনার অসাধারণ এই অর্জন পানি খাতে অসামান্য অবদানের স্বীকৃতি বহন করে। আমরা তার ধারাবাহিক সাফল্য কামনা করি। তিনি যেন টেকসই পানি ব্যবস্থাপনা অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই সঙ্গে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে