Views Bangladesh Logo

গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার ধামরাই ও নওগাঁর রানীনগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় নাশকতার চেষ্টা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার ভোরে ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা হামলা করা হয় বলে জানায় স্থানীয়রা।

সুয়াপুর বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া জানান, ভোর সাড়ে চারটার দিকে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। দোতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির অবস্থান। পেট্রলবোমাটি ভবনের দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়।

পরে নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন পানি ও বালু দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধামরাই থানা এলাকায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে।’

এ ছাড়া মঙ্গলবার রাতে রানীনগর উপজেলার কচুয়া বাজার শাখার ব্যাংকের সামনে অগ্নিসংযোগ করা হয়।

ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা লোটাস হোসেন জানান, বুধবার ভোরে ঘুম থেকে উঠে ব্যাংকটির সামনে ধোঁয়া উঠতে দেখতে পান। আগুন লাগার কারণ জানতে চাইলে নৈশপ্রহরী তাঁকে জানান, রাতের কোনো এক সময় ব্যাংকের সামনের রাস্তায় আগুন জ্বলতে দেখেন তিনি। পরে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন।

রানীনগর থানার ওসি আবদুল হাফিজ মো. রায়হানের দাবি, ‘গ্রামীণ ব্যাংকের সামনে আগুনের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কোনো প্রমাণ পাইনি। তবে গ্রামীণ ব্যাংকের ওই শাখার প্রায় ১০০ গজ দূরে ধোঁয়া উঠছিল। এটি শীত নিবারণের জন্য রাতের বেলা কে বা কারা হয়তো আগুন দিয়েছিল। তারপরও বিষয়টি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ