Views Bangladesh Logo

সাবিনার জোড়া গোলে ভারতকে হারালো বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে বাংলাদেশ দল শুভ সূচনা করেছে। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলের সাহায্যে লাল-সবুজ দল ভারতের বিরুদ্ধে ৩-১ গোলে জয় নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের ননতাবুড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই বাংলাদেশ দুই গোলের লিড নেয়। ম্যাচের শুরু থেকেই সাবিনা খাতুন ও মাসুরারার দারুণ পারফরম্যান্স চোখে পড়ে।

ম্যাচের ৮ মিনিটে কৃষ্ণার পাসে সাবিনা খাতুন প্রথম গোল করেন।

কিছু সময় পর একই কম্বিনেশনে, কৃষ্ণারানীর পাসে সাবিনা পোস্টের কাছে বল জালে জড়িয়ে দেন, যা ভারতীয় ডিফেন্ডার আটকাতে ব্যর্থ হন।

দ্বিতীয় গোলের পর নীলুফা ইয়াসমিন নীলা এককভাবে গোলের সুযোগ পেয়ে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

ভারত অন্তত দুইবার বাংলাদেশের গোলকিপারের পরীক্ষা নিলেও প্রথমার্ধে গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আধিপত্য অব্যাহত থাকে এবং মাতসুসিমা সুমাইয়া দলের হয়ে তৃতীয় গোল উপহার দেন। ভারত ৩-১ ব্যবধান কমানোর জন্য কর্নার থেকে আরিয়া মোরে গোল করেন, তবে এরপরও আর কোনো গোল শোধ দিতে পারেনি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি, যেখানে তারা খেলবে ভুটানের বিরুদ্ধে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ