Views Bangladesh Logo

ফার্স্ট সিকিউরিটি থেকে ৩৮ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ: চেয়ারম্যান

 VB  Desk

ভিবি ডেস্ক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা বেনামি ঋণের মাধ্যমে সরিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। এর মূল সুবিধাভোগী গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম। ইতিমধ্যেই বিপুল এ অর্থের একটি বড় অংশ পাচার হয়ে গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান আবদুল মান্নান।

তিনি বলেন, তিনটি পৃথক অডিটে প্রমাণিত হয়েছে যে এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে এ অর্থ নিয়েছে। নিজের নামে ঋণ নিতে না পেরে তারা ভুয়া নামে ঋণ নিয়েছে। এই ঋণ ফেরত না আসায় ব্যাংকটি গুরুতর সংকটে পড়েছে।

জানা গেছে, দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও রয়েছে। এতে কর্মীদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আমানতকারীরাও টাকার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ