এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করেছে: মাসরুর আরেফিন
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেছেন, এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছে। একজন মাত্র ব্যক্তি যেমন একটি ব্যাংক ধ্বংস করে দিতে পারে। উল্টোভাবে এক-দুজন সৎ পরিচালকও একটি ব্যাংকের সফলতার জন্য যথেষ্ট।
রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
মাসরুর আরেফিন বলেন, দেশে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা, যার মধ্যে প্রায় ১১ লাখ কোটি টাকা সমস্যাপূর্ণ। দেশের ৬০টি ব্যাংকের মধ্যে ৫০টি স্থানীয়; এদের মধ্যে প্রায় ৪০টি মানসম্মত নয় এবং প্রায় ১৫টি ‘জম্বি ব্যাংক’, যা লুটপাটের শিকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম আলোচনায় বলেন, “ব্যাংক খাত সংস্কার জটিল ও ব্যয়বহুল। জম্বি ব্যাংকে খেলাপি ঋণের হার ৯০ শতাংশের ওপরে। ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংককে কার্যকর স্বাধীনতা দিতে হবে। নতুন খসড়া ব্যাংক কোম্পানি আইনে বোর্ডে এক পরিবারের সর্বোচ্চ দুই পরিচালক রাখা এবং পরিচালকদের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।”
প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন। তারা বলেন, খেলাপি ঋণ দ্রুত বাড়ছে এবং ব্যাংকগুলোর তারল্য সংকট গভীর হচ্ছে।
সোহেল আর কে হোসেন আরও বলেন, “স্বতন্ত্র পরিচালক ও ব্যবস্থাপনার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের হুইসেলব্লোয়িং নীতিকে শক্তিশালী করতে হবে। রেটিং এজেন্সি ও দুর্নীতি দমন কমিশনের জবাবদিহি বাড়ানো জরুরি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ওপরও কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি ও কার্যকর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে