Views Bangladesh Logo

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের রাশিয়ান কর্মচারীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের নাম কারপোভ ক্রিল (২৬)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, ক্রিল ভাড়া বাসায় একাই থাকতেন। পরিবার থেকে তার সঙ্গে যোগাযোগ না হওয়ায় বিষয়টি কোম্পানির সিকিউরিটি অফিসারকে জানানো হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে বিছানার ওপর অচেতন অবস্থায় পাওয়া যায়। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্রিল ব্রেন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ সুপার প্রণব কুমার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ