রাসেলের বিদায়ী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হার
জ্যামাইকার মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়ার জোশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়েছে সফরকারী দল। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট ১৭২ স্কোর করে ইনিংস শেষ করে। ওপেনার ব্র্যান্ডন কিং ঝকঝকে ৫১ রানে ইনিংস সেরা স্কোর করেন আর আন্দ্রে রাসেল শেষ আন্তর্জাতিক ইনিংসে ১৫ বলে ৩৬ রানের ঝড় তোলেন।
অপরদিকে জোশ ইংলিস (৭৮*) এবং ক্যামেরন গ্রিন (৫৬*) অনবদ্য ১৩১ রানের অপরাজিত জুটিতে মাত্র ১৫.২তম ওভারে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া।
নিজ জন্মস্থানেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে রাসেল বলেন, “এই মাঠে, আমার পরিবারের সামনে বন্ধুদের উপস্থিতিতে ক্যারিয়ার শেষ করতে পেরে আমি কৃতজ্ঞ।”
দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার বলেন, ‘ম্যাচের ফলটা আমার প্রত্যাশার মতো হয়নি। কিন্তু দিন শেষে আমি খুশি এবং কৃতজ্ঞ। দলের সতীর্থদের জন্য শুভকামনা রইল।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে