Views Bangladesh Logo

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিতের তথ্য ভিত্তিহীন: পিএসসি

 VB  Desk

ভিবি ডেস্ক

৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিত সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পিএসসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষর সংবলিত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। কমিশনের দৃষ্টিগোচরে এলে যাচাই করে দেখা যায়, এ ধরনের কোনো বিজ্ঞপ্তি কমিশন প্রকাশ করেনি। এটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পিএসসি আরও জানায়, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৮ জুলাই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে।

এ বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ