Views Bangladesh Logo

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রতীক বরাদ্দ তালিকায় তার নামে হাঁস
প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, এ আসনে বিএনপি জোটগত সিদ্ধান্ত অনুযায়ী ভিন্ন প্রার্থীকে সমর্থন দিলেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, জনগণের ভোট ও সমর্থনের ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে লড়ছেন। আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিদ্রোহী প্রার্থী থাকার কারণে জেলার অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ