বাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটির নতুন সমন্বয়ক হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আগামী তিন মাসের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
সোমবার বাম গণতান্ত্রিক জোটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রুহিন হোসেন প্রিন্স সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
দেশের ছয়টি বাম ধারায় রাজনৈতিক আদর্শের বর্তমানে বাম গণতান্ত্রিক জোটে রয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, সিপিবি, বাসদ, বাসদের (মার্ক্সবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে