রাকসু জিএস ক্যাম্পাসে ভীতিকর ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছেন: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অশালীন ভাষা ব্যবহার এবং হুমকির মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সোমবার রাতে ফোরামের সভাপতি অধ্যাপক মো. আবদুল আলীম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মাদ আমীরুল ইসলাম এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সালাহউদ্দিন আম্মার বিভিন্ন দপ্তরে তালা দিয়ে, অশোভন আচরণ প্রদর্শন করে পুরো ক্যাম্পাসে ভীতিকর ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা ও গবেষণার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষক ফোরামের নেতারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে হবে এবং আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা স্বৈরতান্ত্রিক আচরণের সঙ্গে তুলনা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাস ও বক্তব্যে ডিনদের অপমান করা হয়েছে এবং হুমকির মাধ্যমে ছয় ডিনকে পদত্যাগপত্র লিখে আনতে বাধ্য করা হয়েছে। এছাড়া প্রশাসনের কার্যালয়ে তালা দেওয়া এবং ক্যাম্পাসে অবরোধের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ও শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফোরাম এ ধরনের অশালীন আচরণ ও অরাজকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মান ও নিরাপদ শিক্ষা-গবেষণার পরিবেশ রক্ষায় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে