রাবিতে পোষ্য কোটা স্থগিত, কমপ্লিট শাটডাউনের ডাক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি সুবিধা বা পোষ্য কোটা আপাতত স্থগিত রাখা হচ্ছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের পর শিক্ষক ও কর্মচারীরা সোমবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালনরে ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদ জানান, সিন্ডিকেট সভায় বিকাল ৩টায় শুরু হয়ে ৫:১৫টায় শেষ হয়। এটি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘শনিবার পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি আপাতত স্থগিত থাকবে। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, সিন্ডিকেট নির্বাচনী কমিশন, শিক্ষক, ছাত্র ও সকল সংশ্লিষ্ট পক্ষকে রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আয়োজন যথাসময়ে করার আহ্বান জানিয়েছে।
অপরদিকে, শিক্ষক ও কর্মচারীরা জানান, পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তারা ক্ষুব্ধ। তাই তারা সম্পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। কর্মসূচি চলবে যতক্ষণ না দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। তবে রাকসু নির্বাচনের কার্যক্রম এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে