রাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও দুজনকে ধরে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা রাবির কাজলা গেটে গিয়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সেখানে যোগ দেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা জানান, বুধবার রাত ১১টার দিকে কাজলা গেটের সামনে একটি হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী) এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিনহাজ খাচ্ছিলেন। এসময় ১০–১৫টি মোটরসাইকেলে করে মুখোশধারী ও হেলমেটপরিহিত কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। মিনহাজকে রামদা দিয়ে আঘাত করা হয় এবং আল ফারাবী ও তাহমিদকে জোর করে তুলে নিয়ে যায়।
পরে রাত পৌনে ১২টার দিকে আল ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা। দুজনের শরীরে বেধড়ক মারধরের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাবি শিক্ষার্থী আসিফুর রহমান জানান, বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে আহত শিক্ষার্থীরা কয়েকজনের নাম দিয়েছেন, মামলা করার প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে