Views Bangladesh Logo

পোষ্য কোটায় ভর্তি নিয়ে বিতর্কে রাবি শিবিরের এজিএস প্রার্থী

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাক্কালে বিতর্কে জড়িয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী এস এম সালমান সাব্বির। অভিযোগ উঠেছে, তিনি পোষ্য কোটায় নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সাব্বিরের ভর্তি সংক্রান্ত কিছু কাগজপত্র। অভিযোগ অনুযায়ী, পোষ্য কোটায় ভর্তি হতে পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর প্রয়োজন হলেও সাব্বির পেয়েছিলেন ৩২ দশমিক ৫ নম্বর। এরপরও তিনি ওই কোটায় ভর্তি হন।

এ বিষয়ে জানতে চাইলে সালমান সাব্বির বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। নির্বাচনের আগে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে। এসব অপপ্রচারে রাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।’

এর আগে গত মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটে। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিতে যান, যার ফলে রাকসু নির্বাচন পেছাতে হয়।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সূত্র বলছে, পোষ্য কোটার বিরুদ্ধে অবস্থান নিলেও শিবিরপন্থি শিক্ষার্থীরাই এই কোটার সুবিধা নিয়েছেন। তাদের এজিএস প্রার্থী সালমান সাব্বিরও প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও ওই কোটায় ভর্তি হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সালমান সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রাকসু নির্বাচনে ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন প্রার্থী। অংশ নিচ্ছে ১০টি প্যানেল, যার মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে দুটি—ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর, জিএস নাফিউল ইসলাম জীবন ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ), জিএস ফজলে রাব্বি মো. ফাহিম রেজা এবং এজিএস পদে রয়েছেন এস এম সালমান সাব্বির।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ