Views Bangladesh Logo

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত

ড়ক দুর্ঘটনায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। এছাড়া গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে কোনো এক যানবাহন পালিয়ে যায়, যা দেখা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

রামেক হাসপাতালে নেয়ার পর জানা যায়, আহত দুজন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। এদের মধ্যে শিব শংকর রায় হাসপাতালে আনার আগেই মারা যান। অন্যজন অধ্যাপক আসাদুজ্জামানকে হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। তার জ্ঞান এখনও ফেরেনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভেসপা মোটরবাইকে চেপে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। তাদের ধারণা, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন, এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন। তার সাথে আরেকজন শিক্ষক ছিলেন দর্শন বিভাগের, তিনি এখন রামেকে ভর্তি আছেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ