৭ দিনের জন্য ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি স্থগিত রাবি অফিসার্স সমিতির
দাবি পূরণের আশ্বাসে চলমান ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার্স সমিতি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অফিসার্স সমিতির সভাপতি মো. মোক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাধারণ কর্মচারী এবং পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে দাবিগুলো দ্রুত পূরণের আশ্বাস দেয়া হলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘গতকাল আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় বসেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তাঁরা কয়েক দিন সময় চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ আমরা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসি। প্রশাসনের প্রতি আস্থা রেখে আজ বেলা ১টা থেকে আমরা শাটডাউন প্রত্যাহার করেছি। তবে প্রশাসনকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সাত কর্মদিবসে যদি প্রশাসন আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারে তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এই দায়ভার শুধুই প্রশাসনকে নিতে হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে