Views Bangladesh Logo

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নারীর আত্মহত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক রোহিঙ্গা নারী বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে নিজ শেল্টারে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মুছানা (২২)। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের বি-৪ ব্লকের বাসিন্দা মো. উল্লাহর স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, স্বামী মো. উল্লাহ’র সঙ্গে মুছানার পারিবারিক বিষয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তিনি অভিমানে ঘরে থাকা কীটনাশক জাতীয় বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গা নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ