উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নারীর আত্মহত্যা
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক রোহিঙ্গা নারী বিষপানে আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে নিজ শেল্টারে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মুছানা (২২)। তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের বি-৪ ব্লকের বাসিন্দা মো. উল্লাহর স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, স্বামী মো. উল্লাহ’র সঙ্গে মুছানার পারিবারিক বিষয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তিনি অভিমানে ঘরে থাকা কীটনাশক জাতীয় বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গা নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে