আবারও পুত্র সন্তানের বাবা হলেন জেমস
দেশীয় রক সংগীতের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমস আবারও বাবা হয়েছেন। এ বছরের জুনে তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।
গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ভোর সাড়ে তিনটায় জন্ম হয় জিবরান আনামের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্যও তখন উপস্থিত ছিলেন।
এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়া, যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
ব্যক্তিজীবনে জেমস এর আগে দুইবার বিবাহ করেছেন। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিবাহিত হওয়া এই দম্পতির বিচ্ছেদ ঘটে ২০০৩ সালে। এরপর বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, পরে আমেরিকায় গিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে নামিয়ার সঙ্গে জেমসের বিয়ে হয়।
জেমসের প্রথম পরিবারের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। এবার তৃতীয় পরিবারে জন্মেছে পুত্রসন্তান জিবরান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে