যশোরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই
যশোরের মনিরামপুর উপজেলায় নগদ কোম্পানির এক কর্মকর্তার কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কুয়াদা জামতলা মোড়ে এই ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নগদ যশোর শাখার অ্যাকাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেটকারযোগে মনিরামপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এরপর তারা গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
নগদ কর্মকর্তা রবিউল ইসলাম যশোরের ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি নগদ যশোরের একটি শাখার ব্যবস্থাপক।
রবিউল ইসলাম জানান, তিনি যশোরের নগদের অ্যাকাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মনিরামপুর শাখা সাব অফিসের আবু সাজিদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের ওপর হামলা করা হয়েছে। এ সময় তাকে আঘাত করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এ ঘটনায় মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখার একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটনে খোঁজখবর নিচ্ছেন বলে জানান তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে