ইসলামী বক্তার কাছে হাদিয়ার টাকা চাইল ডাকাতরা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে নড়াইলের ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তাকে বলে, ‘ওয়াজ মাহফিল থেকে হাদিয়া পেয়েছেন, সেটি দেন।’ একপর্যায়ে তারা বক্তার সহযোগী ও গাড়িচালককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। পরে হাদিয়ার টাকা তাদের দিলে ডাকাতরা চলে যায়।
গত রোববার মধ্যরাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তখন ডাকাতদের হামলায় গাড়ির চালকসহ দুজন আহত হন। তারা হলেন– নড়াইলের ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগী আল আমিন মিয়া ও প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মুফতি হাবিবুল্লাহ অক্ষত রয়েছেন।
স্থানীয়রা জানান, মাহফিল শেষে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় একদল সশস্ত্র ডাকাত ইসলামী বক্তার গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালককে কুপিয়ে জখম করে। পরে তারা তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে চলে যায়।
পুলিশ জানায়, ডাকাতরা হানা দেওয়ার পর মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর সহযোগীরা মানিব্যাগ ও মোবাইল ফোন দিয়ে দেন। হাদিয়ার টাকা তাদের দিয়ে দিলে তারা চলে যায়।
ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে