Views Bangladesh Logo

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতের হামলা, শতাধিক গুলি-ককটেল বর্ষণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরাঞ্চলে সম্প্রতি চালু হওয়া পুলিশের একটি অস্থায়ী ক্যাম্পে হামলা চালিয়েছে নৌ ডাকাত দল।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

তিনি বলেন, 'প্রায় ৫০-৬০ জন নৌ ডাকাত ক্যাম্পে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাদের প্রতিরোধ করতে পুলিশও ২৪ রাউন্ড গুলি চালিয়েছে।'

গোলাগুলির পর্যায়ে ডাকাতরা ইঞ্জিনচালিত ট্রলারে চাঁদপুরের দিকে চলে যায়। এই হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে ডাকাতদের কেউ হতাহত হয়েছে কি না সেটা পুলিশ জানাতে পারেনি।

পুলিশ জানায়, পাঁচ-ছয়টি ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে আসে ডাকাতরা। তার প্রথমে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।

স্থানীয়দের দাবি, নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা এসব অপরাধে জড়িত।

তারা জানায়, চাঁদাবাজি ও অবৈধভাবে বালু উত্তোলন ছিল এই এলাকায় প্রতিদিনের ঘটনা। পুলিশ ক্যাম্প স্থাপন করায় এসব বন্ধ হয়ে গেছে। যে কারণে ডাকাতরা মরিয়া হয়ে পুলিশ ক্যাম্পে হামলা করে।

পুলিশ ধারণা করছে, গতবছর মুন্সিগঞ্জ থানা থেকে যেসব অস্ত্র লুট করা হয়, সেগুলোই এই হামলায় ব্যবহার করা হয়েছ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করবে বলে জানিয়েছেন পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ