Views Bangladesh Logo

৫ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত

শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে খাগড়াছড়ির জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টা থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হলো।

জুম্ম ছাত্র-জনতা জানিয়েছে, প্রশাসনের কাছে উত্থাপিত ৮ দফা দাবি যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে যথাযথভাবে পূরণ করা না হয়, তবে তারা আবারও শান্তিপূর্ণ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গত ২৩ সেপ্টেম্বর থেকে এই অবরোধ কর্মসূচি পালন করে আসছিল 'জুম্ম ছাত্র-জনতা'।

অবরোধ চলাকালীন গত রোববার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক সংঘর্ষে তিনজন নিহত হন। এছাড়া এই ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ