Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ছাত্রদলই জিতবে: রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, তাহলে ছাত্রদলের প্যানেল অবশ্যই জয়ী হবে।’

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বুধবার (৩ সেপ্টেম্বর) এক আলোচনা ও র‍্যালিতে বক্তব্য রাখার সময় রিজভী ছাত্রদলকে আন্দোলন, সংগ্রাম এবং নীতির ওপর প্রতিষ্ঠিত একটি দল হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে ছাত্রদলই বিজয়ী হবে।’

পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে রিজভী এই প্রস্তাবের সমালোচনা করে বলেন, ‘হঠাৎ করে কিছু রাজনৈতিক দল পিআর নিয়ে আলোচনা করছে। কিন্তু সাধারণ মানুষ কি এটি বোঝে? গ্রামের মানুষ এবং সাধারণ নাগরিকরা এর অর্থ কী তা জানেন না। এই পদ্ধতি আগে কখনো বাস্তবায়িত হয়নি এবং এর কোনো পূর্ব দৃষ্টান্তও নেই। জনগণ এটি চায় না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিপুন রায়। এছাড়াও উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তামিজ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ