বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে: রিজভী
দেশব্যাপী বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি চলমান থাকলেও সরকার দলীয় মহল ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রিজভী বলেন, ৫ আগস্ট থেকে এই অপপ্রচার শুরু হয়েছে। এটি আসলে রাজনৈতিক মাঠকে অসম করার একটি কৌশল। তার দাবি, এটি ১/১১ সময়কার কুখ্যাত ‘মাইনাস টু’ ফর্মুলারই পুনরাবৃত্তি।’
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা প্রতারিত হয়েছে। শিক্ষাঙ্গনে ষড়যন্ত্র চলছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে ‘পোষ্যকোটা’ ইস্যু সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে।
রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের এমপি হওয়া দেশের জন্য সম্মানের হলেও দুর্নীতির সংশ্লিষ্টতার কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে। পাসপোর্ট-পরিচয়পত্র সংক্রান্ত প্রমাণ থাকা সত্ত্বেও তিনি অস্বীকার করছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরাও বিদেশে প্রতারণার সঙ্গে যুক্ত হচ্ছেন। এ ছাড়া বিতর্কিত সচিব মোখলেসুর রহমানকে কন্ট্রাক্ট সার্ভিসে বহাল রাখা হয়েছে। বিশেষ রাজনৈতিক দলের লোকদের ডিসি-এসপি নিয়োগ দিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।
রিজভী প্রশ্ন তোলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কীভাবে পরিকল্পনা কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসানো হয়?
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে সরকার প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় মত্ত বলেও অভিযোগ করেন তিনি। তবে প্রশাসনের ভেতর থেকে যারা এই চেষ্টা করছে, তাদের উদ্যোগ সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
দুর্গাপূজা উপলক্ষে উসকানি ও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে রুহুল কবির রিজভী নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে