নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে কিছু শক্তি আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘গোটা জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের।’ তবে অনেকেই নির্বাচন নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ কায়েমের জন্য অনেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং জনগণ বিচার করবে কে ফ্যাসিবাদের সহযোগী হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।’
রিজভী দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে তাদের আইনের আওতায় আনা জরুরি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে