Views Bangladesh Logo

রিয়াদের আরেকটি বাসা থেকে প্রায় তিন লাখ টাকা জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আরও একটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। বাসাটি থেকে নগদ দুই লাখ ৯৮ হাজার টাকা জব্দও করা হয়েছে।


বৃহস্পতিবার (৩১ জুলাই) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সকালে ওই ফ্ল্যাটের খোঁজ পেয়ে টাকা জব্দ করা হয়। তারা সন্দেহ করছেন, এই টাকাও চাঁদাবাজির মাধ্যমে সংগ্রহ করা হয়ে থাকতে পারে। অর্থের উৎস নির্ণয়ের চেষ্টা চলছে। চাঁদাবাজি সংশ্লিষ্ট অন্য জায়গাগুলোরও খোঁজ চালিয়ে যাচ্ছেন তারা।


বুধবার (৩০ জুলাই)  রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করে পুলিশ।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও গণসংযোগ বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানান, ‘চেকগুলো রিয়াদের বাসা থেকেই জব্দ হয়েছে। রিয়াদ এখন রিমান্ডে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে’।

২৬ জুলাই গুলশান ৮৩ নম্বর রোডের একটি ফ্ল্যাটে গিয়ে চাঁদাবাজির সময় রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ফ্ল্যাটটির মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদ। ওই ঘটনায় মামলা করেছে পুলিশ।


রিয়াদসহ গ্রেপ্তারকৃত চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্য তিনজন হলেন ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না (২৪),  সদস্য সাকাদাওন সিয়াম (২২) ও সাদাব (২১)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ