Views Bangladesh Logo

বিআইআইএসএস এর নতুন মহাপরিচালক রিদওয়ানুর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমানকে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে জানায় যে এই নিয়োগের মাধ্যমে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, মেজর জেনারেল ইফতেখার আনিস, যিনি এতদিন বিআইআইএসএস এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁকে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। তাঁর চাকরিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ একটি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যা আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা হিসেবে কাজ করে। বিআইআইএসএস বাংলাদেশে নিরাপত্তা ও কৌশলগত বিষয় নিয়ে গবেষণা পরিচালনা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ