চালের দাম শিগগিরই সহনীয় হবে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে: খাদ্য উপদেষ্টা
দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং খুব শিগগিরই চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার খাদ্যবিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্য উপদেষ্টা জানান, চলতি মৌসুমে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। দেশে বর্তমানে খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে এবং ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ১০০ শতাংশ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাজারে চালের দাম না কমার বিষয়ে প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বোরো উৎপাদন ভালো হওয়া এবং খাদ্য মজুত সন্তোষজনক থাকা সত্ত্বেও চালের বাজার স্থিতিশীল হয়নি। তবে খুব শিগগিরই দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি চালের বাজারে কোনো সিন্ডিকেট থেকে থাকে তা চিহ্নিত করে ভেঙে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলে সরু জাতের ধানের উৎপাদন বেশি হওয়ায় সরকারি সংগ্রহে কিছুটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, যশোর জেলার উপপরিচালক মো. মোশাররফ হোসেন এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে