ভারত থেকে চাল আমদানি রাজনৈতিক নয়: খাদ্য উপদেষ্টা
ভারত থেকে চাল আমদানি রাজনৈতিক নয় বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার (৪ ডিসেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ভারতের সঙ্গে বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে চাল আমদানিতে প্রভাব পড়তে পারে কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক ইস্যু একত্রিত করা যাবে না। ভারত থেকে আমরা টাকা দিয়ে চাল ক্রয় করি এবং তারা বাজারে বিক্রি করে। বাজার ক্রেতা ও বিক্রেতার ওপর নির্ভরশীল।’
তিনি বলেন, ‘প্রয়োজনীয়তার ভিত্তিতেই তারা বিক্রি করে এবং আমরা ক্রয় করি। তাই ভারত থেকে চাল বা অন্যান্য পণ্য আমদানি আমরা রাজনৈতিকভাবে দেখি না, বরং এটি বাজারের মেকানিজম হিসেবে দেখি। যেখানে দাম কম, সেখান থেকে আমরা ক্রয় করি।’
খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ অভিযান চলমান আছে। আমাদের মিনিমাম টার্গেট ছিল—ধান সংগ্রহ করতে হবে ৫০ হাজার টন, সেদ্ধ চাল সংগ্রহ করতে হবে ৬ লাখ টন এবং আতপ চাল সংগ্রহ করতে হবে ৫৭ হাজার টন।’
টার্গেটের মধ্যে এরই মধ্যে লক্ষ্য অতিক্রম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমরা ১ লাখ ৩১ হাজার টন ধান, ৭ লাখ ৩২ হাজার টন সিদ্ধ চাল এবং ৫৭ হাজার ৫৯৬ টন আতপ চাল সংগ্রহ করেছি। আল্লাহর রহমতে আমাদের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক।’
কৃষি সবসময় প্রকৃতির ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, ‘সামনে বড় ফসলগুলোর উৎপাদন ভালো হলে এই বছর আমরা খুব ভালোভাবে কাটাতে পারব। বর্তমান অবস্থানটি আমাদের জন্য অত্যন্ত স্বস্তিকর।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে