Views Bangladesh Logo

শিল্পকলার মহাপরিচালক হলেন রেজাউদ্দিন স্টালিন

 VB  Desk

ভিবি ডেস্ক

বি রেজাউদ্দিন স্টালিনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার গণমাধ্যমে একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘তিনি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের অফিসে আসবেন।’

আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। কবিতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান জানান, ‘কবি রেজাউদ্দিন স্টালিনকে শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।’

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় এবং শিল্পকলা একাডেমির পরিষদ পুনর্গঠন করা হয়।

তবে মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। পরে ৪ মার্চ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব নেন।

গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্বে মহাপরিচালক করা হয়। আর মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবার পূর্ণ দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ