বিপ্লব করতে চাইলে মানুষের কাছে যেতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজ সমাজে বিপ্লব আনতে এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তন করতে চান, তাদের অবশ্যই নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সরাসরি জনগণের সঙ্গে যুক্ত হতে হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দিন উমরের জীবনাবসানে আয়োজিত শোকসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, কমরেড উমরের সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাৎ খুব সীমিত ছিল। বিএনপি উপদেষ্টা আবরার সাহেবের বাসায় যাওয়ার সময় উমরের সঙ্গে দীর্ঘ সময় কথোপকথন করার সুযোগ হয়েছিল। ফখরুল বলেন, “বদরুদ্দিন উমর জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে কখনো আপোষ করেননি। আমরা, আজকের রাজনীতিবিদরা, তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
মির্জা ফখরুল নবীন প্রজন্মের প্রতি লক্ষ্য রেখে বলেন, উমর সাহেবের রাজনৈতিক দর্শন ও নীতিপূর্ণ সংগ্রাম থেকে তারা কতটা শিক্ষা নিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তিনি আরও বলেন, “বিপ্লব তখনই সফল হয় যখন একটি সুসংগঠিত আন্দোলন থাকে। সংগঠনের অভাব আজকের রাজনৈতিক হতাশার মূল কারণ।”
শোকসভায় ফখরুল পুনরায় জোর দিয়ে বলেন, “যারা সমাজে পরিবর্তন আনতে চায়, তাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সরাসরি জনগণের কাছে যেতে হবে। এটিই বিপ্লবের একমাত্র পথ।”
সভা শুরু হয় এক মিনিট নীরবতা পালন করে উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে। অনুষ্ঠানে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশন করা হয় এবং উমরের জীবনভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
শোকসভায় আরও বক্তব্য দেন মাহবুবউল্লাহ, খালেকুজ্জামান ভূঁইয়া, ডা. আকমল হোসেন, সজীব রায়, অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে