Views Bangladesh Logo

প্রয়োজনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন রিটার্নিং কর্মকর্তা: ইসি আনোয়ারুল

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তা বা প্রিসাইডিং কর্মকর্তারা তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।

তিনি বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুয়াকাটার কোডেক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন কর্তব্য পালনে চ্যালেঞ্জ শনাক্তকরণ ও তা মোকাবিলা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং নির্বাচনী প্রক্রিয়ার সময় কোনো ধরনের অনিয়ম বা বাধা সহ্য করা হবে না। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

কর্মশালার সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফারিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শাহিদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আপু সারোয়ার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান মোহাম্মদ মোস্তফা হাসান।

কর্মশালায় পটুয়াখালী জেলার আটটি উপজেলার নির্বাচন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

সেশনে অংশ নেওয়া নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন একসঙ্গে কাজ করছে যাতে আসন্ন নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়। তারা বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ