জাবি শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করলেন রিটার্নিং কর্মকর্তা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার ম্যানুয়াল ভোটগণনার সমালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য দায়ী করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘যদি গতকালই ভোটগণনা শেষ করে ফল ঘোষণা করা যেত, তাহলে আমাদের সহকর্মীর মৃত্যু ও এ অশ্রু দেখতে হতো না। আমার সহকর্মী মারা গেছেন নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণে। আমি তার মৃত্যুর ন্যায়বিচার চাই। এ ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করছি এবং জান্নাতুল ফেরদৌসের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করছি।’
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, চারুকলা অনুষদের শিক্ষক ও আরেক রিটার্নিং কর্মকর্তা কাজী মঈন অসুস্থ হয়ে পড়েছেন। ‘তাহলে গণনা চলবে কীভাবে? প্রথমেই কেন ম্যানুয়াল পদ্ধতি গ্রহণ করা হলো? ম্যানুয়াল পদ্ধতিতে যাওয়ার পরও কেন হলভিত্তিক গণনা শেষ করা হলো না? যদি হলের গণনা শেষ করা যেত, তাহলে রাত ১০টার মধ্যে হলভিত্তিক ফলাফল প্রস্তুত হতো, আর সেগুলো কমিশনে এলে রাত ১১টার মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হতো।’
সহকর্মীর মৃত্যুর পেছনে অমানবিক কর্মচাপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি-ও সেখানে থাকতে পারতাম। আমরা ১০ তারিখ থেকে কাজ করছি। সকাল ৭টা থেকেই সবাই নিজ নিজ হলে গিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করেছি। অনিয়ম ঠেকানোর চেষ্টা করেছি।’
তিনি জানান, শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে গণনায় সহায়তার জন্য ডাকা হয়েছিল। :হয়তো তিনি আমার মতো চাপের কারণে ঘুমাতে পারেননি। যতটুকু জানি, ডাকার পর তিনি তাড়াহুড়ো করে এসেছিলেন। প্রীতিলতা হলের এক সহকর্মী আমাকে জানিয়েছেন, তিনি তাড়াহুড়ো করে তৃতীয় তলায় উঠতে গিয়ে দরজায় ধাক্কা খেয়ে পড়ে যান এবং অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যান।’
ম্যানুয়াল গণনা পরিবর্তনের দাবি জানিয়ে অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ‘হল সংসদের জন্য একটি ব্যালট যথেষ্ট হলেও জাকসুতে একজন ভোটারকে তিনটি ভোট দিতে হয়। যদি ৮ হাজার ভোট পড়ে, তবে গণনা করতে হয় ২৪ হাজার ভোট। ম্যানুয়ালি এটা কীভাবে সম্ভব? আমরা চাই এই পদ্ধতি পরিবর্তন হোক। আমরা এ ধরনের শারীরিক ও মানসিক চাপ আর নিতে পারব না।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে