Views Bangladesh Logo

নির্বাচনে মানুষের আস্থা ফেরানোটাই বড় চ্যালেঞ্জ: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, মানুষের মধ্যে নির্বাচন সম্পর্কে আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ।

শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, সরকার ও নির্বাচন কমিশনের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই প্রধান চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী অনেক দেশে সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়; কিন্তু বাংলাদেশে তা অপেক্ষাকৃত ভালো। আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতির আরও উন্নতি আশা করা যায়।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্বাচন সংক্রান্ত সব ক্ষেত্রে মানুষের আস্থা ফিরিয়ে আনা বড় দায়িত্ব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যতক্ষণ না সতর্কতা রয়েছে, ততক্ষণ সব কার্যক্রম সুষ্ঠু ও সরলভাবে চলবে, কোনোভাবেই আইন ও বিধি ভঙ্গ হবে না।

সিইসি বলেন, নানা কারণে বিগত সময়ের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবারের নির্বাচন হবে বিশ্বমানের। মানুষকে কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। নির্বাচনে আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যেসব মাঠকর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনের সময় সমালোচিত হয়েছেন, আগামী নির্বাচনে তাদের পরিবর্তে বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ভোটগ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, সংবাদমাধ্যম নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নয়, তারা আমাদের সহায়ক। তারা নিয়মনীতির মধ্যে কাজ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার একটা চ্যালেঞ্জ। কীভাবে এসব থেকে উত্তরণ বা মোকাবেলা করা যায় সে বিষয়ে কাজ করেছে কমিশন।

কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হতে পারে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ