Views Bangladesh Logo

চা পরিবেশনে দেরি হওয়ায় রেস্টুরেন্ট কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

চা পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে রবিবার ( ১৩ জুলাই) সকালে সিলেটের কাজিরবাজার এলাকার একটি রেস্টুরেন্টে ২২ বছর বয়সী এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত রুমন মিয়া দক্ষিণ সুরমার জালালপুর এলাকার বাসিন্দা। তিনি নিরঞ্জন ঘোষের রেস্টুরেন্টে কাজ করতেন। সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে আব্বাস দোকানে এসে চা চান। রুমন জানান, দোকান মাত্র খোলা হয়েছে, তাই চা পরিবেশনে কিছুটা সময় লাগবে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে আব্বাস রেগে গিয়ে চলে যান।

কিছু সময় পর আব্বাস কয়েকজন সহযোগী নিয়ে ফিরে এসে রুমনের ওপর হামলা চালান এবং ছুরিকাঘাত করেন। পরে সবাই পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রুমনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রেস্টুরেন্টের মালিক রিন্জন ঘোষ জানান, চা দিতে দেরি হওয়ায় আব্বাস প্রথমে রুমনকে গালিগালাজ করেন এবং পরে দলবল নিয়ে এসে দোকান ভাঙচুর করেন ও টাকা-পয়সা লুটে নেন।

কোতোয়ালি থানার পরিদর্শক শামসুল হাবিব জানান, আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। নিহত রুমনের স্বজনরা হাসপাতালে এসেছেন এবং ঘটনার পেছনের পূর্ণ বিবরণ জানতে রেস্টুরেন্ট মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চা পরিবেশনে দেরি হওয়া থেকেই এই প্রাণঘাতী হামলার সূত্রপাত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ