ভিন্নমতের প্রতি শ্রদ্ধাই গণতন্ত্রের ভিত্তি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এ দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা বিএনপিই করেছে, যা আমাদের গর্বের বিষয়। গণতন্ত্র মানেই বিভিন্ন মতপার্থক্য থাকবে। তাই যারা আমাদের সমকক্ষ নন, তাদের মতামতকেও গুরুত্ব দিতে হবে। সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাই গণতন্ত্রের ভিত্তি।
বুধবার (২ জুলাই) বিকালে পটুয়াখালী জিমনেসিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, রাষ্ট্রের যৌক্তিক সংস্কার বিএনপি সমর্থন করে। কারণ রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছিল।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারায় স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাই এখন জনগণের প্রত্যাশা পূরণের জন্য কাজ করা অত্যন্ত জরুরি।
পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
এদিন, দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ১৫১১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ প্রতীক্ষার পর সম্মেলনে অংশ নিতে পেরে এবং নিজেদের পছন্দের নেতা নির্বাচনে ভোট দিতে পেরে বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০০২ সালে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনের মাধ্যমে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী সভাপতি এবং স্নেহাংশু সরকার কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে ২০২০ সালের ২ নভেম্বর সেই কমিটি বিলুপ্ত করা হয়। এরপর আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে