Views Bangladesh Logo

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। এ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।’

তিনি বলেন, ‘তাদের পদত্যাগ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। আগামীকালই সম্ভবত সেই তফসিল ঘোষণা হচ্ছে।’

শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেয়া এ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘ভিউর লোভে অনেকেই নির্বাচন হবে না এমন কথা বলেছেন। কিন্তু প্রধান উপদেষ্টাসহ বর্তমান সরকার বলে আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ