সরকারি কর্মকর্তা–কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচার করতে পারবেন না
নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রজাতন্ত্রের সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে সতর্ক করে জানিয়েছে, তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে জনগণকে আহ্বান জানাতে পারবেন না। তবে তারা জনগণকে গণভোট বিষয়ে ‘অবহিত ও সচেতন’ করতে পারবেন।
বৃহস্পতিবার কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা গণভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে। এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
চিঠি অনুযায়ী, বিভাগীয় কমিশনার, ঢাকা ও চট্টগ্রামের রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সকল রিটার্নিং অফিসারদের এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে