Views Bangladesh Logo

বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তায় আনসার নিয়োগের খবর ভিত্তিহীন: আনসার বাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্প্রতি কিছু জাতীয় দৈনিকে প্রকাশিত ‘শেখ মুজিবের মূর্তি পাহারায় আনসার নিয়োগ’ শীর্ষক প্রতিবেদনকে ভিত্তিহীন ও মনগড়া বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (৬ ডিসেম্বর) বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো প্রতিবাদ বার্তায় জানানো হয়, ধামরাই পৌর কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তায় আনসার সদস্য নিয়োগের দাবিটি সম্পূর্ণ অসত্য। বাহিনী কখনো কোনো পৌরসভায় বিচ্ছিন্নভাবে আনসার সদস্য মোতায়েন করেনি। ধামরাইয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ব্যক্তি আনসার নয়, তারা পূর্ববর্তী সরকারের সময় পৌর কর্তৃপক্ষের মাধ্যমে মাসিক ১০ হাজার টাকা বেতনে নিয়োগ পাওয়া বেসরকারি সিকিউরিটি কর্মী। তাদের নিয়োগ বা দায়িত্ব পালনের সঙ্গে আনসারের কোনো সম্পৃক্ততা ছিল না।

প্রতিবাদ বার্তায় আরও উল্লেখ করা হয়, এর আগে মাতুয়াইল জরুরি শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদনে সিকিউরিটি কর্মীদের পোশাক আনসারের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।

আনসার বাহিনী বলেন, এ ধরনের ভুল ও সংবেদনশীল সংবাদ প্রকাশ সাধারণ মানুষের মাঝে বাহিনী সম্পর্কে ভুল ধারণা তৈরি করে, যা বাহিনীর ভাবমূর্তি ও সদস্যদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাহিনী সব গণমাধ্যমকর্মীকে অনুরোধ করেছে, সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে আনসার ও ভিডিপি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তার মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ