Views Bangladesh Logo

অক্টোবরে রেমিট্যান্স এসেছে ২.৫৬ বিলিয়ন ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা ২.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই মাসের তুলনায় ৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে প্রবাসীরা ২.৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

এছাড়া, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) প্রবাসীরা মোট ১০.১৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮.৯ বিলিয়ন ডলার।

ব্যাংকাররা জানিয়েছেন, দেশের ডলার মার্কেট এখন স্বাভাবিক। খোলা বাজারে হুন্ডির প্রভাব কমায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো আরও সহজ হয়েছে। বর্তমানে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রায় খোলা বাজারের সমপর্যায়ে রেট পাচ্ছেন, ফলে তারা স্বাচ্ছন্দ্যে রেমিট্যান্স পাঠাতে পারছেন।

তারা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছর ধরে প্রতি মাসে গড়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পৌঁছাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ